টঙ্গীর ইজতেমার মাঠে তাবলীগ সাথীদেরকে হত্যার দায়ে সাদপন্থী আরেকনেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫, ২৩:৩৫

ফাইল ফটো

টঙ্গীর ইজতেমার মাঠে তাবলীগ সাথীদেরকে হত্যার দায়ে মামলার ৯ নাম্বার আসামী শফিউল্লাহ কে কিছুক্ষণ পূর্বে শরীয়তপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে শরীয়তপুর জেলার সদর থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। তাকে এখন টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ৭/২১৭ নম্বর মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোডের প্রত্যেক মোড়ে মোড়ে সুরায়ে নেজাম তাবলীগের সাথীগণ, ওলামা মশায়েখ ও তৌহিদি জনতার শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনকালে সাদপন্থীদের সর্বোচ্চ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বাকি আসামিরা হত্যার উদ্দেশ্যে সাধারণ জনতার ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান, এ সময় সাঈদ আহমেদ ২০ নামে এক সাথী গুরুতর আহত হন। আসামিদের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ ও ১১৪/৫০৬/৩৪ ধরায় অভিযোগ এনে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার মো. শাহজাহানের ছেলে, মোহাম্মদ হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

উল্লেখ্য, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় ধাপে ৭থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top