গত এক বছরে ছিনতাইকারী সহ প্রায় ৫শ জন অপরাধী আটক
গাজীপুরে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ও ধর্ষণ আশংকাজনক ভাবে বেড়েছে
মনির হোসেন জীবন, গাজীপুর থেকে ফিরে | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৫, ১১:১৪
রাজধানীর পাশ্ববর্তী জেলা গাজীপুর ও গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকাতে গত এক বছরে প্রায় ৫শ জন ছিনতাইকারী , বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
ইদানিংকালে গাজীপুর জেলায় ব্যাপকহারে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, অপহরণ, ধর্ষন, চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকান্ড আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্বের যে কোন সময়ের চেয়ে বর্তমান সময়ে নানাবিধ অপরাধ মূলক কর্মকাণ্ড কয়েকগুন বেড়ে যাওয়ায় গাজীপুরে আইনশৃংখলা পরিস্থিতি অনেকটা অবনতি দেখা দিয়েছে। পাল্লা দিয়ে বেড়েই চলে অপরাধকর্মকান্ড।
ফলে হিমশিম খাচ্ছে গাজীপুর মহানগরীর আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। কোন অবস্থানে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি, রাহাজানি অসামাজিক কার্যকলাপও মাদক ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, শিল্পনগরী টঙ্গীতে প্রতিদিন রাত কিংবা দিনের বেলায়
একের পর এক অপরাধমূলক এসব ঘটনা ঘটেই চলেছে। তবে, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলোতে নেই তেমন কোন অভিযোগ।
গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানা এলাকা থেকে এই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাায় ৪শ থেকে ৫শ জন ছিনতাইকারীকে ইতিমধ্যে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
টঙ্গী এলাকার স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী ও গার্মেন্টস শ্রমিকরা নিউজ ফ্ল্যাশ ৭১ ডটকমকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, বিসিক শিল্পনগরী পাগাড়, গাজীপুরা, এরশাদ নগর, আউটপাড়া, টঙ্গী বাজার, হোন্ডা রোড, আনারকলি রোড,বউ বাজার, আরিচপুর, নতুন বাজার, চেরাগআলী, আউচপাড়া, দত্তপাড়, হিমারদিঘি, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, সহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন ঘটছে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা।
বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা যখন প্রতিমাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পান তখন ছিনতাইকারীদের উৎপাত অনেকাংশে বেড়ে যায়। অনেক শ্রমিক ছিনতাইকারীদের কবলে পড়ে মাস শেষে বেতনের টাকা অস্ত্রের মুখে জিম্বি করে ও মারধর করে কমান্ডো স্টাইলে ছিনিয়ে নিয়ে যায়। যার ফলে গার্মেন্টস শ্রমিকরা তাদের কষ্টার্জিত টাকা বাড়ি নিয়ে যেতে পারেন না। ছিনিয়ে নেওয়া হয় গার্মেন্টস শ্রমিকদের নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মূল্যবান জিনিপত্র ইত্যাদি।
এদিকে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগে জানা যায়, মেট্রোপলিটন থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরের এলাকায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটছে অহরহ। গত ৬ মার্চ কোণাবাড়ি থানাধীন জরুন এলাকার আলাল মিয়ার ভাড়া বাড়িতে চারজন গার্মেন্টস শ্রমিকের কক্ষের তালা ভেঙে নগদ টাকা, চার্জার ফ্যান ও মোবাইলসহ প্রয়োজনীয় জিনিস চুরির ঘটনা ঘটে।
এর কয়েকদিন আগে কোণাবাড়ি হাউজিং এলাকায় মো. রাজীবের ফ্ল্যাট বাসা থেকে দিনে দুপুরে গেটের তালা ভেঙে বৈদ্যুতিক তার, সুইস, সার্কিট বেকারসহ ইলেক্ট্রিক জিনিসপত্র চুরি হয়।
গাজীপুরের গত ৭ মার্চ রাতে আমবাগ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিতকালে ৩ ছিনতাইকারীকে আটক করে র্যাব-১ সদস্যরা।
কিছু দিন আগে কোণাবাড়ি এলাকায় সমীর নামে এক কাপড় ব্যবসায়ীর ২৪ হাজার টাকা দামের একটি মোবাইল চুরি হয়ে যায়। পরে তিনি কোণাবাড়ি থানায় একটি জিডি করেন। কোণাবাড়ি থানার জরুন এলাকার গার্মেন্টস শ্রমিক মো. মমিন জানান, গত বছর ৬ মার্চ সকালে তিনি কারখানায় চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে খবর পান তার ভাড়া বাসায় চুরি হয়েছে। পরে বাসায় গিয়ে তিনি দেখেন তার কক্ষের তালা ভেঙেএকটি চার্জার ফ্যান ও নগদ ৮শ টাকা চুরি হয়ে গেছে।
১২ মার্চ সকালে ধীরাশ্রম এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফরহাদ দিনাজপুরের বিরামপুর চকপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। গত ৫ মার্চ ভূরুলিয়া এলাকায় একটি ওষুধ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছে মহানগর গোয়ান্দা (ডিবি) পুলিশ।
এ সময় ওই কারখানার মালিকসহ ২ জনকে আটক করা হয়েছে। ২ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকা থেকে মমতাজ বেগম (৫২) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করে কোনাবাড়ি থানা পুলিশ। তিনি মৃত বছির উদ্দিন সরকারের মেয়ে।
তিনি পূর্ব নাখালপাড়া হলি মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা ছিলেন। ২০২৪ সালের ১ মার্চ দিনগত রাত পৌনে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার বরান মুন্সিপাড়া রোড এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদ খুন হয়েছে। নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।
তিনি স্থানীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ভোরে কালীগঞ্জ উপজেলার বড়হরা এলাকায় আবুল বাশার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত আবুল বাশার ওই এলাকার বাসিন্দা। একটি সূত্র জানায়, গত ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাজমুল ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। ২১ ফেব্রুয়ারি দুপুরে কালিয়াকৈর উপজেলার তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম-পরিচয় জানাতে পারেন পুলিশ। গত ১০ মার্চ রাতে গাজীপুরার সাতাইশ রোডে মাসকো গার্মেন্টের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আটকরা হলেন- মো. ছোটন উল্লাহ (২৯), মো. বিপ্লব (৩০) ও মো. সাগর (১৯) তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ৩টি চাইনিজ চাকু, ১টি ক্রিস ও ১টি দা উদ্ধার করা হয়।
গত ১ মার্চ রাতে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান তার স্ত্রী-সন্তানসহ একটি প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে রাত ১টার দিকে গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র ঠেকিয়ে প্রাইভেটকারের গ্যাস ভেঙে একটি আইফোন, তিনটি ডায়মন্ডের আংটি, দুটি চুড়ি, ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ লুটে নেয়। চলতি সপ্তাহে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রোডে দেশীয় অস্ত্র সহ ৩জন পেশাদার ছিনতাইকারীকে ছিনতাইকরার সময় পুলিশ গ্রেফতার করে।
এছাড়া অপর এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সাথে ছিনতাইকারীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ২জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং ২জন পুলিশ সদস্য হামলায় আহত হয়।
গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর আলম অভিযোগ করে জানান, একই দিন তার বাসায় চুরি হয়। এ সময় তার তার ঘরের তালা ভেঙে একটি মোবাইল ও নগদ ৫শ টাকা চুরির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় কোনো অভিযোগ দেননি তিনি।
গার্মেন্টস শ্রমিক স্বপন আকবর নিউজ ফ্ল্যাশ ৭১ ডটকমকে জানান, বেশ কিছুদিন আগে কারখানা থেকে ফেরার পথে অল্প বয়সের কয়েকজন তরুণ চাকু হাতে তার গতিরোধ করে।
পরে মেরে ফেলার ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। আমবাগ এলাকার এক ভুক্তভোগী ব্যবসায়ী জানান, গত ৮ মার্চ সন্ধ্যায় তার মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেট চুরি হয়ে যায়। পরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিউজ ফ্ল্যাশ ৭১ ডটকমকে জানান, টঙ্গীতে ছিতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। রাতের বেলায় ছিনতাইকারী বাড়ি ফেরার সময় পোষাক শ্রমিক ও পথচারীদের টাকা পয়সা পথগতিরোধ করে ছিনিয়ে নিচ্ছেন।
ইতিমধ্যে আমরা দেশীয় অস্ত্রসহ বেশ কয়েকজন পেশাদার ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছি। ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদেরকে ধরতে পুলিশী অভিযান ও টহল জোরদার করা হয়েছে ।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান সাংবাদিকদের জানান, গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানা এলাকা থেকে এপর্যন্ত প্রাায় সাড়ে ৪শ থেকে ৫শ জন ছিনতাইকারীকে ইতি মধ্যে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।
১৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান মামলা রুজু করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আইনশৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে শরীয়তপুর জেলার সদর থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। তাকে এখন টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।
কালিয়াকৈর থানা পুলিশ নিউজ ফ্ল্যাশ ৭১ ডটকমকে জানান, গত ২১ ডিসেম্বর শনিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় একটি বেকারিতে চাঁদা উঠানোকে কেন্দ্র করে একটি খুনের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আবুল কালাম (২৬)।
নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার কালামপুর খাজারডেক এলাকার ভাড়া থাকতেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। জিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন সার্বিক বিষয়ে সাংবাদিকদের বলেন, ইজতেমা মাঠ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ নিউজ ফ্ল্যাশ ৭১ ডটকমকে বলেন, একটি বেকারিতে দুই পক্ষ চাঁদা আনতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর (জিএমপি)র টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুবুর রহমান জানান, ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: রাহুল রাজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।