বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বড় ছাড় পাচ্ছে বাংলাদেশ, কমতে পারে ২০% পর্যন্ত শুল্ক!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৬:৪৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে আর্থিক চাপের মুখে আশার আলো—বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন। তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই এ ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান— যুক্তরাষ্ট্র আমাদের জানিয়েছে, পাল্টা শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে। তবে নির্দিষ্ট হার এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই বৈঠক হয়। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব, অতিরিক্ত সচিব এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত কর্মকর্তারা।

মার্কিন শুল্কবৃদ্ধি কার্যকর হলে বাংলাদেশি পণ্যে শুল্ক গড়ে ৩৫ শতাংশে পৌঁছাতো, যা বড় ধাক্কা হতো রপ্তানি খাতে। বাংলাদেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে একটি অবস্থানপত্র পাঠিয়েছে এবং আশ্বস্ত করেছে—তারা শুধু রপ্তানি নয়, আমদানিও বাড়াবে। ঘাটতি কমিয়ে আনা হবে, যেটি বর্তমানে প্রায় ৬ বিলিয়ন ডলার, ভিয়েতনামের ১২৩ বিলিয়নের তুলনায় অনেক কম।

বাংলাদেশের নতুন আমদানি পরিকল্পনায় রয়েছে—বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, বছরে ৭ লাখ টন গম আমদানি, এলএনজি, সয়াবিন, তুলা, সামরিক সরঞ্জামসহ নানা পণ্য।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ক্ষেত্রে ১৫–২০ শতাংশের মধ্যে শুল্ক নির্ধারণ হতে পারে, যা রপ্তানি প্রতিযোগিতায় সহায়ক হবে। আলোচনা এখনো চলছে। তবে যদি এই পথচলা সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top