তিতুমীরের ছাত্রদের আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Nasir Uddin | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:১৭

ছবি: সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘটনায় ক্রমাগত আন্দোলন নিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘তারা (তিতুমীর কলেজের শিক্ষার্থী) তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন কিন্তু তাদের এ দাবি-দাওয়া বেড়েই চলছে। এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন না।’

তিনি বলেন, এই রেললাইন আটকে রেখে জনদুর্ভোগ তৈরি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে পেশ করুক৷ তারা যেন জনগণকে দুর্ভোগে না ফেলে৷

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা বলেন, ‘এই অবস্থায় আমার কি করা উচিত? এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা দেশবাসী সবার দায়িত্ব। সচিব মহোদয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব) যা বলেছেন, সেটা আপনারা ভালোভাবে প্রকাশ করেন, জনগণই তাদের (তিতুমীরের শিক্ষার্থী) রেললাইন থেকে উঠিয়ে দেবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা (সাংবাদিক) বলেন এই যে জনদুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে তারা রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে তাদের কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশ করুক। তারা যাতে জনগণকে দুর্ভোগ না দেয়। তারা যাতে প্রোপার কর্তৃপক্ষের কাছে যায়, রাস্তাটা যাতে ছেড়ে দেয়, জনগণের যাতে কোনো ভোগান্তি সৃষ্টি না হয়।

একুশে ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্যবারের মতোই এবারও একুশে ফেব্রুয়ারির রাত ১২টার সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ মিনারে যাবেন। এরপর উপদেষ্টারা থাকবেন, অন্যান্য লোক যেন থাকবেন সেই বিষয়ে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা প্রথমে যেভাবে পেয়েছিলাম সেটা থেকে অনেকটা উন্নতি হয়েছে। আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। এজন্য আমরা শতভাগ সন্তুষ্ট নই। এজন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top