রমজানে লোডশেডিং হবে না, তবে গরমে শঙ্কা: উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:৫৫
![ছবি: সংগৃহীত](https://www.newsflash71.com/pmanager/faujul-20250205195424.gif)
আসন্ন রমজানে সারা দেশে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে গরমে শঙ্কার কথা জানিয়েছেন তিনি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘রোজায় বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। রোজার মাসে সম্পূর্ণভাবে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে।’
তিনি বলেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখা হবে। কারিগরি ত্রুটি ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয় সেই ব্যবস্থাও থাকবে। রমজানে লোডশেডিংমুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করব।’
জ্বালানি উপদেষ্টা বলেন, রমজানে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ এবং গ্রীষ্মে ১৮ হাজার হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা হতে পারে। বিদ্যুৎ খাতে এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে কোনো লোডশেডিং হবে না। তবে গ্রীষ্মে ৭০০ থেকে এক হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
ফাওজুল কবির বলেন, এসময় কুলিং লোড বাড়ে। তা কমাতে শীতাতপ যন্ত্র ২৫ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রায় রাখলে লোডশেডিং মোকাবিলা সহজ হবে। সবাইকে সহায়তা করতে হবে লোডশেডিং চ্যালেঞ্জ মোকাবিলায়।
গ্যাসের ক্ষেত্রে বিদ্যমান সংযোগে দাম বাড়বে না। কেবল শিল্পে যারা নতুন সংযোগ নেবেন বা বাড়তি লোড নেন, তাদের থেকে বাড়তি দামের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।
বেআইনি গ্যাস ও বিদ্যুৎ সংযোগের কারণে বৈধ গ্রাহকরাও ভোগান্তিতে পড়েন জানিয়ে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন করার জোর পদক্ষেপ চলমান থাকবে।
বিষয়: লোডশেডিংমুক্ত লোডশেডিং উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুতের চাহিদা জ্বালানি উপদেষ্টা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।