করোনা: ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত)  করোনায় আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৫৪৪ জন। রোববার ( ২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ  হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। গতকাল (১৯ সেপ্টেম্বর) রোগী শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯০ শতাংশ। সে হিসেবে রোববার শনাক্তের হার বেড়েছে।

তবে গতকালের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল ৩২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন এবং রাজশাহী, খুলনা ও রংপুরে ১ জন করে করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়।

এদিকে, বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ৬২ হাজার এবং আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ২১  হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক থেকে শীর্ষ তিন দেশের মধ্যে ভারতে গতকাল (১৯ সেপ্টেম্বর) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।

এদিন দেশটিতে ৯২ হাজার ৭৫৫ জন আক্রান্ত ও ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়। এছাড়া, একইদিন যুক্তরাষ্ট্রে ৪২ হাজার ৫৩৩ জন আক্রান্ত্র ও ৬৫৭ জনের মৃত্যু এবং ব্রাজিলে ৩০ হাজার ৯১৩ জন আক্রান্ত ও ৭০৮ জনের মৃত্যু হয়েছে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top