শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দেশে করোনা পরিস্থিতি

নয় মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ০০:১০

নয় মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা গত নয় মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ২৫৩ জনের মৃত্যু হলো অদৃশ্য এই ভাইরাসটিতে।

এছাড়া গত একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪০৪ জন। আর সুস্থ হয়েছেন ৪২২ জন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১০টি ল্যাবে ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ৪০৪ জন। এ পর্যন্ত ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে মারা গেছেন পাঁচজন, যা প্রায় নয় মাস পর সবচেয়ে কম মৃত্যু।

এর আগে গত বছরের ৭ মে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর ৯ মে আটজনের মৃত্যু হয়। গত ২৯ জানুয়ারি সাতজন মারা যায়। মৃত্যুর সংখ্যা এর চেয়ে আর কমেনি। নতুন মারা যাওয়া পাঁচজনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫৩ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top