শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

অভিযোগ বনাম মৃত্যু: দুই ঘটনায় কাঁপছে দেশ

টেকনাফ থেকে লক্ষ্মীপুর: আইনের মুখোমুখি প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

সংগৃহীত

আজ দুটি ঘটনা। দুটিই আলাদা জায়গার। কিন্তু প্রশ্নটা এক। কক্সবাজারের টেকনাফে, ‘বাবাকে না পেয়ে’ এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। অস্ত্র উদ্ধারের অভিযোগে।

সেই কিশোর— সপ্তম শ্রেণির ছাত্র। নাম তৌসিফুল করিম রাফি। আজ সে জামিনে মুক্ত। আদালত তার বয়স,
পড়াশোনা আর চলমান পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছেন। হাই কোর্টে এ ঘটনায় রিটও হয়েছে। ওসিকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একদিকে অভিযোগ—অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি— বাবার নির্দেশেই অস্ত্র রাখা হয়েছিল। সত্যটা কী? তা খুঁজছে আদালত।

এবার আসি লক্ষ্মীপুরে। এখানে আর অভিযোগ নয়। এখানে মৃত্যু। রাতে দরজায় তালা। তারপর পেট্রোল ঢেলে আগুন। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে আট বছরের একটি শিশু। দগ্ধ হয়েছে তার দুই বোন।

ঘটনাটি ঘটেছে এক বিএনপি নেতার বাড়িতে। পুলিশ বলছে— পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুটি ঘটনা। দুটি ভিন্ন চিত্র। কিন্তু প্রশ্ন একটাই—আইন কি সবার জন্য সমান নিরাপত্তা দিচ্ছে?

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top