শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ না পেয়ে বঞ্চিত হাজারো পরিবার

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২২:৩৪

সংগৃহীত

প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ, আহত হন আরও কয়েকগুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, এসব দুর্ঘটনার প্রধান কারণ চালকের গাফিলতি, অপ্রশিক্ষিত নতুন চালক, পুরনো ও ত্রুটিপূর্ণ যানবাহন এবং ভাঙাচোরা সড়ক ব্যবস্থা। অথচ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার সুস্পষ্ট আইন থাকলেও সচেতনতার অভাবে অনেকেই সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

‎সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৫২ ধারায় বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের ক্ষতিপূরণ প্রদান করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আইনে নির্ধারিত রয়েছে— নিহত ব্যক্তির পরিবার পাবে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তি ৩ লাখ টাকা এবং সামান্য আহত ব্যক্তি পাবেন ১ লাখ টাকা ক্ষতিপূরণ। 

‎ক্ষতিপূরণের আবেদন করতে হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএ সদর দপ্তর বা জেলা সার্কেল অফিসে ফরম-৩২ পূরণ করে জমা দিতে হয়। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয় চিকিৎসা প্রতিবেদন, খরচের রশিদ, দুর্ঘটনার জিডি বা মামলার কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

‎কিন্তু বাস্তবে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষই এই আইনি বিধান সম্পর্কে জানেন না। ফলে বছরের পর বছর ধরে হাজারো পরিবার ক্ষতিপূরণ না পেয়ে বঞ্চিত থাকছেন।

‎বিশেষজ্ঞরা মনে করেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিআরটিএকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে বলে দাবি সংশ্লিষ্টদের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top