জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম হত্যা, স্মরণ আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮

সংগৃহীত

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, শিল্পীসহ বিশিষ্টজনদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চালানো হয় পৈশাচিক নির্যাতন।

পরাজয় নিশ্চিত জেনে তারা জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়। শহীদদের মধ্যে ছিলেন অধ্যাপক মুনির চৌধুরী, ড. ফজলে রাব্বী, শহীদুল্লাহ কায়সার, সেলিনা পারভীন এবং অধ্যাপক জিসি দেব-এর মতো সূর্যসন্তানরা। তাদের আত্মত্যাগ আমাদের বিজয়ের পথকে ত্বরান্বিত করেছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আজ জাতি গভীর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করছেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়েই তাঁদের বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top