গুলিবিদ্ধ হাদির অবস্থার উন্নতি নেই: বিদেশে নেওয়ার চিন্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকেরা বলছেন, তিনি এখনো সংকটাপন্ন।
সংগঠন সূত্রে জানা গেছে, হাদি এখনো ডিপ কোমায় আছেন এবং তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। গুলিটি কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। চিকিৎসকদের দেওয়া ৭২ ঘণ্টার পর্যবেক্ষণকাল আজ রাতে শেষ হওয়ার কথা।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, যদি তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল হয়, তাহলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
ওসমান হাদি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি সদ্য সমাপ্ত জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। এই হামলার ঘটনাটি ঘটেছে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন।
এ ঘটনায় তাঁর সমর্থকেরা পতিত আওয়ামী লীগকে দায়ী করেছেন, অন্যদিকে অন্তর্বর্তী সরকার এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে একজনকে চিহ্নিত করেছে এবং তার তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।