বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা পরিবারের মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৫

সংগৃহীত

ঢাকার আদালত পাড়ায় আজ এক বিশেষ দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা পূর্বাচলে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তিনটি মামলার রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন বা দুদক। গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষ হয়।

এই তিনটি মামলায় শেখ হাসিনা পরিবার ছাড়াও রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাসহ মোট ৪৭ জন অভিযুক্ত। এদের মধ্যে রাজউকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম একমাত্র গ্রেপ্তার আসামি হিসেবে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা, জয় এবং পুতুল শুরু থেকেই পলাতক।

এই রায়ের মাধ্যমে ২০২৩ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রথম বিচারিক সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। রাষ্ট্রপক্ষ ও দুদকের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হবে। এখন সবার দৃষ্টি আদালতের দিকে—কী রায় আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top