জোহরান মামদানির ট্রান্সজিশন টিমে স্থান পেলেন ১০ জন বাংলাদেশি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৯
নিউইয়র্কের নির্বাচিত নেতা জোহরান মামদানি তার ট্রান্সজিশন টিম ঘোষণা করেছেন, যেখানে ১০ জন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন। আগেই তিনি জানান, তার দলে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় ৭০ হাজার মানুষ। বিশেষ করে দক্ষিণ এশীয়দের উৎসাহের কারণে বাংলাদেশিদের অন্তর্ভুক্তি নিয়ে ছিল ব্যাপক আগ্রহ।
সোমবার ঘোষিত ট্রান্সজিশন টিমে মোট ১৭টি কমিটি গঠন করা হয়েছে। এ বছর নতুনভাবে যুক্ত হয়েছে ওয়ার্কার জাস্টিস এবং কমিউনিটি অর্গানাইজিং কমিটি—যা এর আগে কোনো মেয়রের কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল না। এটি তার আগামীর অগ্রাধিকারকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৪০০ সদস্যের এই দলে রয়েছেন—
১০ জন বাংলাদেশি
১১ জন পাকিস্তানি
১৬ জন ভারতীয়
দক্ষিণ এশীয় ও অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় আশা করা হচ্ছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিমালায় অভিবাসীদের স্বার্থ আরও শক্তিশালীভাবে প্রতিফলিত হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।