সৌদি আরবে ‘মুকাআব’ প্রকল্প স্থগিত, ভিশন ২০৩০’র বড় মেগাপ্রকল্প ঝুঁকির মুখে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৬:০৬
সৌদি আরবের উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনা ভিশন ২০৩০-এর অন্যতম প্রধান আকর্ষণ ‘মুকাআব’ বা ‘দ্য কিউব’ প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রিয়াদের নিউ মুরাব্বা শহরের প্রাণকেন্দ্রে প্রস্তাবিত এই বিশালাকৃতির আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রাখা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ ক্রমবর্ধমান আর্থিক চাপ এবং প্রকল্পের দীর্ঘমেয়াদী সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
৪০০ মিটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এই ধাতব ঘনকটি এতই বিশাল ছিল যে, এর ভেতরে ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অনায়াসে জায়গা করে নিতে পারত। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্বের বৃহত্তম ডিসপ্লে সম্বলিত এই ভবনটি হওয়ার কথা ছিল বিশ্বের বৃহত্তম একক স্থাপত্য হিসেবে। তবে বর্তমানে কেবল মাটি খনন এবং প্রাথমিক ভিত্তিস্থাপনের কাজ শেষ হওয়ার পর নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
সূত্র জানায়, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এখন অতিরিক্ত ব্যয়বহুল মেগাপ্রকল্পের পরিবর্তে ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ-ের মতো জরুরি ও আর্থিকভাবে লাভজনক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।
তেলের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না থাকার কারণে এবং বাজেটে ঘাটতি দেখা দেওয়ায় সৌদি সরকার তাদের ৯২৫ বিলিয়ন ডলারের সার্বভৌম তহবিল থেকে অর্থায়নের ক্ষেত্রে এখন অনেক বেশি সতর্ক। পিআইএফ-এর সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৪ সালের শেষে মেগাপ্রকল্পগুলোতে বড় অংকের লোকসান রেকর্ড করা হয়েছে। ফলে লজিস্টিকস, খনি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে মনোযোগ বাড়াতে বড় বড় স্থাপত্য নির্মাণ থেকে সরে আসছে দেশটি।
গত সপ্তাহে সৌদি অর্থনীতি মন্ত্রী ফয়সাল আল-ইব্রাহিম জানিয়েছেন, প্রয়োজন মনে হলে সরকার যেকোনো প্রকল্পের পরিধি পরিবর্তন বা বিলম্বিত করতে দ্বিধা করবে না।
মুকাআব প্রকল্পের স্থগিতাদেশের পাশাপাশি ২০২৯ সালের এশীয় শীতকালীন গেমসের আয়োজনও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে সৌদি আরব। নিউ মুরাব্বা জেলা উন্নয়নের লক্ষ্যমাত্রাও ২০৩০ সাল থেকে ২০৪০ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, মুকাআব প্রকল্পের নকশাটি পবিত্র কাবার আদলে হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ আর্থিক চাপের কারণে সৌদি আরবের মেগাপ্রকল্পগুলোর ভবিষ্যৎ এখন বড় ধরনের পরিবর্তনের মুখে রয়েছে।
সূত্র: সামা টিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।