ওমরাহ পালন করলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৫:৩০
রমজানের আগে পবিত্র স্থানে আধ্যাত্মিক সফরে গেছেন পাকিস্তানের সাবেক জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শোয়েব মালিক। সম্প্রতি তিনি সৌদি আরব পৌঁছে মক্কা ও মদিনা দর্শন ও ওমরাহ পালন করেছেন।
ওমরাহ পালনকালে কাবা শরিফের সামনে তোলা একটি ছবি শেয়ার করে শোয়েব মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে এই পবিত্র অভিজ্ঞতা অর্জনের তৌফিক দেন, আমিন।”
উল্লেখ্য, শোয়েব মালিক কয়েক দিন আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। টুর্নামেন্টটির টানা ১০টি মৌসুম তিনি খেলেছেন।
এছাড়া, চলতি মাসের ১৬ জানুয়ারি তিনি তার দ্বিতীয় বিয়ের বর্ষপূর্তি উদযাপন করেন। তার স্ত্রী হলেন জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ, এবং ব্যক্তিগতভাবে এই দিনটি উদযাপন করেন তারা।
পিএসএল থেকে অবসর নেওয়া এবং বিয়ের বর্ষপূর্তির পরপরই এই আধ্যাত্মিক সফরে যাওয়া শোয়েব মালিকের ওমরাহ পালনের খবর ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।