বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ধানের শীষের ভূমিধস বিজয় হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে :সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৬:০৫

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে।

সালাহউদ্দিন বলেন, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যেখানে সরকারের মালিক হবে জনগণ। তিনি বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবেন। সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে যেন আর কোনো দিন কেউ গুম হয়। কোনো মাকে যেন তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদা দিতে হবে।”

তিনি বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি মানুষ পছন্দ করে, তাহলে তারা অবশ্যই ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোরও কর্মসূচি প্রকাশ হবে, এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

সালাহউদ্দিন আহমদ জানান, “আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। ২০০৮ সালের নির্বাচনে জেলে থাকার কারণে অংশ নিতে পারিনি। সেবার আমার স্ত্রী হাসিনা আহমদকে আপনারা আমাকে চাইতে বেশি ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ।” তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার জীবন বিপন্ন হয়েছিল, এবং তখন মানুষ মুক্ত পরিবেশে মত প্রকাশ করতে পারত না।

এই সময় উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top