বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

জাতীয় নির্বাচনে অফিশিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র: ইসি সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৬:২৩

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মার্কিন যুক্তরাষ্ট্র অফিশিয়ালি কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না এলেও একটি স্বাধীন (ইন্ডিপেনডেন্ট) দল আসবে। এছাড়া মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা নিজস্ব উদ্যোগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন। তবে তারা কমিশনের তালিকাভুক্ত প্রথাগত পর্যবেক্ষক হিসেবে থাকবেন না।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে সচিব বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন রোধে কমিশনের ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে দ্রুততার সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো নিষ্পত্তি করা হচ্ছে বলেও তাকে জানানো হয়।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সচিব আরও জানান, নির্বাচনে ভোটকেন্দ্র ও মাঠপর্যায়ে প্রায় সাড়ে নয় লাখ নিরাপত্তাকর্মী বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সারা দেশে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি এবং ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top