বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৭:১৯

সংগৃহীত

ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যারা ভোট চাইতে আসবেন, তাদের কাছে এই হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দাবি করবেন।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার মতে, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, দেবিদ্বার উপজেলা থেকে এগারো জন ব্যক্তি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। গত ১৭ বছর ধরে নিপীড়নের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়েও একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হয়েছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, অতীত সরকারের আমলে গুম, খুন ও হত্যাসহ নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে। বর্তমানে ক্ষমতায় না থেকেও একটি দল একই ধরনের আচরণ করছে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “এই অভিজ্ঞতাই মানুষকে ভোট দেওয়ার জন্য যথেষ্ট কারণ।”

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আন্দোলনে জীবন দেওয়া তরুণদের সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে সম্মানিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, একটি বড় দলের প্রার্থীরা কুমিল্লার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। একই সঙ্গে ব্যাংক লুট এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে স্বৈরতন্ত্র ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এতে আর কাউকে অধিকার আদায়ের জন্য জীবন দিতে হবে না।”

পথসভায় এনসিপি ও এগারো দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top