টিকিটের জন্য সৌদি প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩

নিজস্ব প্রতিবেদক:

বিমানের টিকিটের জন্য আজও বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন সৌদি প্রবাসীরা।

শুক্রবার ২৫ (সেপ্টেম্বর) সকাল থেকেই মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রয়কেন্দ্রের সামনে ভিড় করেছেন তারা।

বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের ১৬, ১৭ ও ১৮ মার্চের ফিরতি টিকিট কাটা ছিল তাদের আজ টিকিট দেয়া হবে।

তবে দাম্মামে বসবাসকারী প্রবাসীরা সেখানে ফ্লাইট চলাচল নিয়ে উদ্বেগের কথা জানান, কেননা রিয়াদ ও জেদ্দার ফিরতি ফ্লাইটের কথা বলা হলেও কোন উল্লেখ নেই দাম্মামের।

এদিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন সৌদি গমনেচ্ছুরা।

টিকিট প্রত্যাশীরা জানান, ৫০১ থেকে ৮৫০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলে এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের জানিয়েছেন।

জানা গেছে, প্লেনের টিকিটের জন্য গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। তবে সৌদি সরকার আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top