প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে টাকা লাগবে না

Rakib Hasan | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ২০:২৮

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে টাকা লাগবে না

টাকা ছাড়াই প্রবাসীরা পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়াতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১০ মার্চ) সৌদি আরবে ৩ দিনের সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য ২৫ ডলার ফি নেওয়া হয়। তবে এখন থেকে এই ফি আর লাগবে না।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। এটি গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top