সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

আজও ঢাকায় বিক্ষোভ সৌদি প্রবাসীদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৪

নিজস্ব প্রতিবেদক:

দু’দেশের আলোচনার প্রেক্ষিতে ভিসার মেয়াদ বাড়লেও সময় মতো না ফিরলে চাকরি থাকবে না। এমন আশঙ্কায় দ্রুত কর্মস্থলে ফিরতে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওরানবাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তাদের অবস্থান করতে দেখা যায়। তাদের অধিকাংশেরই আগামী ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হবে।

এদিকে সৌদি এয়ারলাইন্সের শিডিউল অনুযায়ী, ১৯০০ থেকে ২৩০০ নম্বরধারীদেরই শুধুমাত্র টিকিট দেয়া হবে। তবে ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বর যাদের রয়েছে, তারাও সকাল থেকে ভিড় করেছেন।

প্রবাসীদের ফেরাতে ইতিমধ্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top