পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে সৌদি প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের ফিরতি টিকিট জটিলতা নিরসনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন সৌদি প্রবাসীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স কার্যালয় থেকে যাত্রা করে সেখানে অবস্থান নেন তারা।

আকামা ও ভিসার মেয়াদ নিয়ে হয়রানি কমানোর দাবি তাদের। দাবি নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে গেছেন ৬ সদস্যের প্রতিনিধি দল।

এদিকে বিমান বাংলাদেশের টিকিট নেয়ার ক্ষেত্রে নতুন ঘোষণা এসেছে। এখন থেকে ফিরতি টিকিট কেটে আসা যাত্রীরা শুধু মতিঝিল নয়, বিমান বাংলাদেশের যেকোন কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন।

মতিঝিলে আজ রিয়াদ, জেদ্দা ও দাম্মাম-এই তিন রুটের টিকিটই দেয়া হচ্ছে। দাম্মাম ও জেদ্দার ফ্লাইট ১ অক্টোবর ও রিয়াদের ফ্লাইট দুই অক্টোবর।

বিমানের সহকারী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বিশ্বাস জানিয়েছেন, মদিনার যাত্রীরা জেদ্দার ফ্লাইটে যেতে পারবেন। আর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে আজ ২৩০১ থেকে ২৭০০ নম্বর টোকেন পর্যন্ত টিকিট দেয়া হচ্ছে। আগামীকাল দেয়া হবে ৩০০০ নম্বর টোকেন পর্যন্ত।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top