বাফুফে নির্বাচন আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত ফুটবল ফেডারেশন নির্বাচন আজ। টানা ৪র্থ মেয়াদে সভাপতি হতে ভোটযুদ্ধে নামবেন কাজী সালাউদ্দিন। ২১ পদে জন্য লড়বেন ৪৭ প্রার্থী। দুপুর ২টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে সকালে বার্ষিক সাধারণ সভা।

দিনের হিসাব পেরিয়ে অপেক্ষা এখন কয়েক ঘণ্টার। শনিবার নতুন নির্বাচিত কমিটি পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। করোনা বাধায় ২০ এপ্রিলের নির্বাচন হচ্ছে আজ ৩ অক্টোবর।

প্রার্থীদের গত মাসখানেকের প্রচারণা শেষ, এবার অপেক্ষা ভোটযুদ্ধের। ২১ পদের জন্য লড়াইয়ে সামিল ৪৭ প্রার্থী।

সভাপতি পদে ৩ প্রার্থী। ১ নম্বর ব্যালটে টানা ৪র্থ মেয়াদে সভাপতি হওয়ার মিশন কাজী সালাউদ্দিনের। চ্যালেঞ্জ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক। সময়মতো মনোনয়ন প্রত্যাহার না করায় ব্যালটে থাকছে আলোচিত বাদল রায়ের নাম।

দেশসেরা সাবেক ২ ফুটবলার ভোটযুদ্ধে সামিল সিনিয়র সহসভাপতি পদে। ৪র্থ মেয়াদে এই পদে আসীন হতে সম্মিলিত পরিষদের সালাম মুর্শেদীকে পার হতে হবে সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলামের বাধা।

তবে, জমজমাট লড়াই হবে সহসভাপতির ৪ পদে। সালাউদ্দিন-সালাম প্যানেল থেকে কাজী নাবিল, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসানের সাথে আতাউর রহমান ভুইয়া। আর সালাউদ্দিন বিরোধী সমন্বয় পরিষদ থেকে যেই লড়াইয়ে আছেন মহিউদ্দিন মহী, মারুফ হাসান আর আবদুল্লাহ আল ফুয়াদ। ২ প্যানেলের বাইরে থেকে হ্যাটট্রিক সহসভাপতি হতে স্বতন্ত্র লড়বেন তাবিথ আউয়াল।

১৫ সদস্য পদে সম্মিলিত আর সমন্বয় পরিষদ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩০ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৪।

সারাদেশের ১৩৯ জন্য ডেলিগেটের থাকছে ভোটাধিকার। ৭২টি ভোট জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের। বাকিগুলো বিভিন্ন ক্লাব, বোর্ড আর সংস্থার।

করোনার কারণে এবারের নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত থাকবে না ফিফা ও এএফসির প্রতিনিধি দল। তবে, অনলাইনে সরাসরি নজরদারি থাকবে এই দুই নিয়ন্ত্রক সংস্থার।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top