সৌদি এয়ারলাইন্সের টোকেন বিহীন টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০, ১৬:৩৫

নিজস্ব প্রতিবেদক:
ভিসা ও আকামার মেয়াদের ভিত্তিতে টিকিট দিতে শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। তাই দরকার হচ্ছে না টোকেনের।

প্রবাসীরা জানান, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই কাজে যোগ দিতে চাপ দিচ্ছেন নিয়োগকর্তা না হলে ছাঁটাইয়ের হুমকি দিচ্ছে তারা।

সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি প্রবেশের জন্যই টিকিট বিক্রি করা হচ্ছে। যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে এমন যাত্রীদের তালিকা করে টিকিট দেয়ার সময় মোবাইলে এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। তারা জানায়, প্রক্রিয়া টি চলমান থাকবে।

এর আগে গত মার্চ মাস থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে ফ্লাইট গুলো স্থগিত করা হয়।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top