বিশ্ব ধরিত্রী দিবস আজ!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১৮:০৬
বিশ্ব ধরিত্রী দিবস আজ। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষাই দিবসটি পালনের উদ্দেশ্য। এ বছর দিবসটি প্রতিপাদ্য ‘আমাদের ধরিত্রী পুনরুদ্ধার করি’ (Restore Our Earth)। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্রতিপাদ্য।
এবার এমন সময় দিবসটি পালিত হচ্ছে যখন পৃথিবীর প্রায় সব মানুষের জীবনযাপন যখন এক প্রকার থমকে আছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দাপটে। পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাত্ক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও করোনার কারণে সীমিত পরিসরে দিবসটি পালিত হবে।
বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেওয়ার কথা রয়েছে।
‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষে অ্যানিমেটেড বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল। বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।
গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেটেড ভিডিও। তারপর এতে ক্লিক করলে দেখা যাচ্ছে, একজন নারী একটি চারাগাছ রোপণ করছেন। বয়সের সঙ্গে তিনি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর চারাগাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে।
বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল। এবারের ডুডলের মাধ্যমে মূলত বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ধরিত্রী দিবস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।