৮ জুন থেকে খুলবে ট্রেনের টিকিট কাউন্টার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২১, ১৯:৪৪
মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৮ জুন) থেকে টিকিট কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
একই সঙ্গে আন্তঃনগর ও কমিউটার মিলে ১৯ জোড়া ট্রেন বাড়ানোর প্রস্তাব জানানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে।
১ জুন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে।
নতুন নির্দেশনা অনুসারে, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।