গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-ফিলিস্তিন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২২, ১২:২২

গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-ফিলিস্তিন

গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন। তিন দিনের তীব্র সংঘাতের পর রোববার (৭ আগস্ট) মিসরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে তেল আবিব। মিসরীয় একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি। তবে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামি জিহাদ জানিয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা এখনও চলমান রয়েছে। খবর রয়টার্স ও এএফপির।

শুক্রবার (৫ আগস্ট) থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে একটানা বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। জবাবে প্যালেস্টিনিয়ান ইসলামি জিহাদ রকেট ছুড়ছে।

ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ছয় নিরীহ শিশুসহ অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ২৭৫ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারও রয়েছেন।

শুধু হতাহতই নয়, বিমান হামলায় গাজা উপত্যকার বেশ কয়েকটি আবাসিক ভবন মাটিতে মিশে গেছে। বিপরীতে গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরাইলের দুই নাগরিক আহত হয়েছে। এছাড়া কিছু ইসরাইলি তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top