সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

হত দরিদ্রের বিতরণে ফ্রেন্ডশিপকে এক লাখ পোশাক ফ্রান্সের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক:

সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির জন্য প্রায় এক লাখ তৈরি পোশাক উপহার দিয়েছে স্বনামধন্য আন্তর্জাতিক তৈরি পোষাক কোম্পানী ‘ডেকাথলন’। ইউরোপের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপ-ফ্রান্সের সমন্বয়ে প্রাপ্ত পোশাকগুলো বাংলাদেশের হতদরিদ্র ভুক্তভোগি মানুষের কাছে পৌছতে সহযোগিতা করেছে ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ‘ক্রাইসিস এন্ড সাপোর্ট সেন্টার- সিডিসিএস’ বিভাগ।

রাজধানীর আফতাব নগর জহুরুল ইসলাম সিটিতে আয়োজিত অনুষ্ঠানে, ফ্রেঞ্চ এ সংস্থার পক্ষ থেকে পোষাকগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জি মেরিন সু। মহিলা, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের জন্য তৈরি পোষাকগুলো, ফ্রান্স রাষ্ট্রদূতের কাছ থেকে গ্রহণ করেন উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ-বাংলাদেশে’র চীফ অপারেটিং অফিসার কর্ণেল(অবঃ) ইফতেখার উদ্দিন মাহমুদ।

পোষাক হস্তান্তর অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রেঞ্চ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের কল্যাণে পাশে থাকতে পেরে তিনি গর্বিত। দেশের প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ করায় ‘ফ্রেন্ডশিপ’-এর প্রশংসা করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জি মেরিন সু। আগামীতে সামাজিক কল্যানমূলক কাজে বাংলাদেশের পাশে থাকার আশাও করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ-বাংলাদেশের ক্লাইমেট এ্যাকশন পরিচালক কাজী এমদাদুল হক। বাংলাদেশের মানুষের কল্যাণে এগিয়ে আসায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে ধন্যবাদ দেন তিনি। তিনি জানান, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে ‘ফ্রেন্ডশিপ’। বিশেষ করে যমুনা-ব্রহ্মপুত্র চরাঞ্চল এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের ভাগ্য বদলাতে চেষ্টা করে যাচ্ছে দেশের অন্যতম এ উন্নয়ন সংস্থা। ‘ফ্রেন্ডশিপ-ফ্রান্সে’র দেয়া পোষাকগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু ঝুঁকি এলাকার বাসিন্দা এবং উত্তরাঞ্চলে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের কাছে পৌছে দেয়ার কথাও জানান ফ্রেন্ডশিপের এই কর্মকর্তা।

পোষাক হস্তান্তর অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের প্রধান অর্থ কর্মকর্তা মুহাম্মদ শামীম রেজা। অনুষ্ঠানে যোগ দেন ফ্রেঞ্চ দূতাবাস কর্মকর্তা মার্গারেট বার্নার্ড, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ।
এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top