ধর্ম অবমাননাকর প্রচারণার অভিযোগে তরুণী আটক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর ও উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি নামে একজনকে আটক করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, ইসরাত জাহান রেইলি তার নিজের নামে ৭ টি ফেসবুক আইডি, ২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ পোস্ট করে আসছিলেন। এমনকি তার একাধিক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারনা করছিলেন।
আটক ইসরাত জাহান রেইলি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।