রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

দৌলতদিয়া পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৪:২১

নিজস্ব প্রতিবেদক:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। নদীতে স্রোত, ঘাট সংকট ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের বাড়তি যানবাহনের চাপের কারনে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি স্বভাবিক চলাচলে ব্যঘাত ঘটেছে। বুধবার(১১ নভেম্বর) সকাল থেকেই এসব পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে।

এদিকে দীর্ঘ সময় ফেরির অপেক্ষায় থাকতে থাকতে চরম ভোগান্তিতে পড়েছে চালক ও শ্রমিকরা।

ফেরিতে অপেক্ষামান ট্রাকচালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। ফেরিতে আটকে থাকার কারনে তাদের লোকসান গুনতে হয়। তাদের মতে এই সমস্যার সমাধানের একটাই পথ, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি সেতু তৈরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ৫ নম্বর ঘাটের মেরামত কাজ চলছে। আর তাই মাঝে মধ্যে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। তবে কোনো যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি সিরিয়ালে নেই। অগ্রাধিকার ভিত্তিতে তারা পারাপার হচ্ছে।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top