পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিবাদী কর্মসূচীতে যোগ দেন জাবির সাবেক ও বর্তমানের পাঁচ শতাধিক শিক্ষার্থী।
গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার জন্য গেলে হাসপাতাল কর্মীদের কর্মীরা নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে পুলিশের এই মেধাবী কর্মকর্তাকে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ হতে যা সহজেই ধরা পড়ে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, চিকিৎসার নামে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারাদেশে যেসব অবৈধ হাসপাতাল রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল, সিনেট সদস্য এবং গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, সিনেট সদস্য সোহেল পারভেজ, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান-সহ সাবেক ছাত্র নেতৃবৃন্দ।
কর্মসূচীতে যোগ দেন, রাজধানীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সরকারী কর্মকর্তা এবং পেশাজীবীবৃন্দ।
হত্যাকাণ্ডের শিকার আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৮৪ সালের ২১ নভেম্বর তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বোর্ডের অধীনে ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ২০১০ সালে প্রাণরসায়ন এ এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ৩১তম বিসিএস-এ অসামান্য কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। পুলিশ ক্যাডারে দ্বিতীয় স্থান পেয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিকালীন তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাবসহ দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
ব্যক্তি জীবনে তিনি ছিলেন খুবই মেধাবী, বন্ধুবৎসল, পরোপকারী, অজাতশক্র এবং নিরহংকারী একজন মানুষ।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।