বিশ্বজুড়ে ৯ মাসে ৯ লাখ মৃত্যু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫১

ইন্টারন্যাশনাল ডেস্ক:
সারাবিশ্বে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) ৯ লাখেরও বেশি মানুষে জীবন কেড়ে নিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ আট হাজার। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে দুই কোটি ৮০ লাখ ২৫ হাজার ১৮১।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৫৯ হাজার ৭২০ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮১৫ জনের।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সর্বশেষ হিসাব অনুসারে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জন। একই সময়ে ভারতে ৭৫ হাজার ৯১ জনের করোনায় মৃত্যু হয়েছে।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩১ হাজার ৭৮ জন। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশে চার হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।
এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top