মগবাজারে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৩:৩৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মেজবাহউদ্দিন (২৫)মারা গেছেন। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার রেললাইন পারপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।মেজবাহ’র গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।

এদিকে নিহতের ভাই নাইমের কান্না,আহাজারি আর আর্তনাদ যেন থামছে না। তিনি জানান, ৮মাস আগে ট্রেন দুর্ঘটনায় বড় ভাইকে হারিয়েছেন এবং ২০১৬ সালে মাকে হারিয়েছেন। এই ভাইকে ছাড়া সে কোনো দিন কোথাও থাকিনি। ৮মাসের ব্যবধানে দুই ভাইকে হারিয়েছে পাগল প্রায় নাইম।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেললাইন পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।

মেজবাহর বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা জানান, ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন মেজবাহ। সে খুব মেধাবী ছাত্র ছিলো। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মেজবাহ। এমনকি বিভাগের পক্ষ থেকে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাকে। মেজবাহকে হারিয়ে শোকস্তব্ধ বন্ধু সহপাঠীরা। প্রিয় বন্ধুর এমন মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছেনা।

পুলিশ জানায়, আমরা তদন্ত করছি। বারবার এমন দূর্ঘটনার পিছনে কোনো কারণ আছে কিনা তা আমরা ক্ষতিয়ে দেখছি। তবে যথাসম্ভব এটি একটি দুর্ঘটনা।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top