করোনা মহামারী: বয়সোত্তীর্ণদের সুযোগ দেবে সরকার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১২
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ হয়ে গিয়েছিলো সরকারি বেসরকারি সব অফিস আদালত। থমকে যায় জীবনযাত্রা। এসময় চাকুরীতে আবেদন করতে পারেননি অথচ বয়স পার হয়ে গিয়েছে তাদেরকে সুযোগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। এমনটি জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে যাদের সরকারি চাকরির বয়স পার হয়েছে, তাদের বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পার হয়েছে তাদের কত মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হবে, তা জনপ্রশাসন মন্ত্রণালয় সার্কুলারের মাধ্যমে নির্ধারণ করে দেয়া হবে।
বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে গত ডিসেম্বর থেকে চাকরিতে নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি কমিশন।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।