সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লাক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১৯:৫১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লাক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নোবেলের জন্য তার নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। ১৬তম নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সাহিত্যের এই নোবেল জয়ী পুরস্কারের অংশ হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোন পাবেন তিনি।

২০১৯ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হান্ড। আর ২০১৮ সালে পেয়েছিলেন, পোল্যান্ডের লেখক ওলগা তোকার্তুক।

সুইডিশ একাডেমি বলছে, সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের জন্য এ বছর সাহিত্যের নোবেল পুরস্কার দেয়া হয়েছে লুইস গ্লাককে।  তার কাব্যিক ঢং স্বতন্ত্র অস্তিত্বকে সার্বজনীন করে তোলে।

কবি লুইস গ্লাক ১৯৪৩ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ক্যামব্রিজ এবং ম্যাসাচুসেটসে। লেখালেখির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনের ইয়েল ইউনিভার্সিটির ইংরেজির প্রভাষক হিসেবে কর্মরত আছেন কবি লুইস গ্লাক ।

এর আগে সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top