হারানো মর্যাদা ফিরে পেলেন থাই রাজার প্রেমিকা সিনিনাত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৩

সিনিনাত ওয়াংভাজিরাপাকদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান প্রেমিকা সিনিনাত  ওয়ংভাজিরাপাকদির কাছ থেকে কেড়ে নেওয়া ‘রয়্যাল কনসর্ট’ বা ‘রাজসঙ্গী’র মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। একইসঙ্গে, সিনিনাতকে তার সামরিক পদেও বহাল করা হচ্ছে। বুধবার রাজপ্রাসাদ থেকে এক ঘোষণায় এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে থাই রয়্যাল গেজেট। রয়্যাল গেজেটের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।

বিগত এক শতকের মধ্যে থাইল্যান্ডের ‘রয়্যাল কনসোর্ট’ মর্যাদা পাওয়া একমাত্র নারী সিনিনাত। সিনিনাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছরের জুলাই মাসে তাকে ‘রয়্যাল কনসর্ট’ মর্যাদা দেওয়ার পর অক্টোবরেই তা কেড়ে নেওয়া হয়েছিল। সিনিনাতের বিরুদ্ধে রানির মর্যাদা লাভের অপচেষ্টার অভিযোগও তোলা হয়েছিলো রাজপ্রাসাদ থেকে। সিনিনাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলা হয়েছিল তখন। পাশাপাশি রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতা ও অসদাচরণ ও তার মর্যাদা কেড়ে নেওয়ার পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে বুধবার রয়্যাল গেজেটে প্রকাশিত ঘোষণায় সিনিনাতকে নির্দোষ বলে অভিহিত করা হয়।

থাইল্যান্ডের রাজাদের একাধিক স্ত্রী কিংবা রয়্যাল কনসোর্ট রাখা পুরোনো ঐতিহ্য। ১৯২০-এর দশকে সর্বশেষ কোনো থাই রাজা কনসোর্ট নিয়োগ করেছিলেন। এরপর গেল এক শতকে সিনিনাতই প্রথম নারী হিসেবে এই মর্যাদা লাভ করেন। ১৯৩২ সালে সাংবিধানিকভাবে রাজতন্ত্রে প্রবেশের পর আর কখনো রয়্যাল কনসোর্ট নিয়োগ দেওয়া হয়নি।

১৯৮৫ সালে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে জন্ম নেয়া সিনিনাত এক সময় নার্স হিসেবে কাজের সূত্র ধরে পরবর্তীতে রাজার দেহরক্ষী হিসেবে নিয়োগ পান। বিমান চালনা ও প্যারাসুটে দক্ষ এই নারী বর্তমানে তিনি থাইল্যান্ডের সামরিক বাহিনীর মেজর জেনারেল পদেও আছেন।

newsflash71.com
প্রেমিকা সিনিনাত ওয়ংভাজিরাপাকদি ও রাজা ভাজিরালংকরান (সংগৃহীত ছবি)

থাই রাজা ভাজিরালংকরান বর্তমানে বেশিরভাগ সময় কাটছে জার্মানিতে। ৭ সন্তানের জনক রাজার চতুর্থ রানি সুথিদা এক সময় থাই এয়ারওয়েজ-এ ফ্লাইট এটেনডেন্টের কাজ করতেন। বিয়ের আগে দীর্ঘদিন তাঁকে রাজার সঙ্গে জনসম্মুখে দেখা গিয়েছিল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top