বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি

রায়হান রাজীব | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪, ১৬:৪২

ছবি: সংগৃহীত

সোহেল তাজের তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা

জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালনসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সে অনুযায়ী রবিবার (৩ নভেম্বর) ওইসব দাবি নিয়ে বিকাল সাড়ে ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। পরে পদযাত্রা করে অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন তিনি।

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু

আজ থেকে কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে অর্থ সহায়তা দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে এই সপ্তাহে ২০০ পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। জানা গেছে, প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিবার পাবে পাঁচ লাখ, আহত ব্যক্তিরা পাবেন এক লাখ টাকা।

সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা হয়েছে: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নারী ফুটবলারদের সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। এবং সেগুলো লিখে যেভাবে দেওয়ার জন্য বলেছেন। যাতে আমরা লিখিত আকারে পেলে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি। শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির অফিসের সামনে বাড়তি পুলিশ

জাতীয় পার্টির (জাপা) পূর্বনির্ধারিত সমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে দেখা মেলেনি কোনো নেতাকর্মীর। তবে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি

গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (২ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, গণভবনে জুলাই-আগস্ট জুড়ে সারাদেশে আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে। আয়নাঘরের রেপ্লিকা হবে। এখানে একটি গবেষণা কেন্দ্রও থাকবে। পরে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এ জাদুঘর সংরক্ষিত থাকবে।

নব্য কোনো ফ্যাসিবাদ দলকে ক্ষমতায় দেখতে চাই না : নুর

নব্য কোনো ফ্যাসিবাদ দলকে ক্ষমতায় দেখতে চাই না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগা মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেছেন। নুর বলেন,  যারা মানুষের অধিকার কেড়ে নেয়। মানুষকে শাসনের নামে শোষণ করে এমন সরকারের আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না।

ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে তা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা

নভেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন গড়াতে বাকি আছে মাত্র তিন দিন। অতীত অভিজ্ঞতা মাথায় নিয়ে তার আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সতর্ক ডেমোক্রেট শিবির। ২০২০ সালের ভোটের দিন সকালে নিজেকে আগাম বিজয় ঘোষণা করে উত্তেজনা তৈরি করেছিলেন ট্রাম্প। এমন পদক্ষেপ ঠেকাতে এবার ব্যবস্থা নিবে ডেমোক্রেটরা। বৃহস্পতিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top