হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হল?

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪, ১৭:৩১

ছবি: সংগৃহীত

হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হল?

ঝাড়খণ্ডে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকে পড়া চাইলেই আটকে দিতে পারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকার। এবার অমিত শাহের আক্রমণের জবাব দিতে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান (জেএমএম) তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বললেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ নিয়ে। তার প্রশ্ন, কেন হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া হল?

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনের পর এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখন বলা যাচ্ছে না। তবে, অবশ্যই এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে। আর সেটা দ্রুতই হবে।

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা গত কয়েক বছর ধরে দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ২০২৫ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বের সময় নির্ধারিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

নির্বাচনের দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়

নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান৷ সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি৷ রিজওয়ানা বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারে। তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। এখনও কিছু কিছু জায়গায় ফ্যাসিবাদের ভিত্তিমূল থেকে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

হিযবুত তাহরীর সদস্য মাহফুজ, গুঞ্জন নিয়ে যা জানাল প্রেস উইং

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ধরনের তথ্য ঘুরছে। কেউ কেউ তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য বলে পোস্ট করেছেন ফেসবুকে। তবে মাহফুজ আলম হিযবুত তাহরীর বা অন্য কোনও নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য নন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ। আজ সোমবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

ট্রাম্পের বিরুদ্ধে সুইস সুন্দরীর চাঞ্চল্যকর অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এরমধ্যেই রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এলো চাঞ্চল্যকর অভিযোগ। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মিস সুইজারল‌্যান্ড প্রতিযোগী বিট্রিস কিউল ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এনিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ২৮টি যৌন হয়রানির অভিযোগ এলো। বিট্রিস কিউলের অভিযোগ, নিউ ইয়র্কে প্লাজা হোটেলে ১৯৯৩ সালে ট্রাম্প তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং স্পর্শ করার চেষ্টা করেন।

সব সুইং স্টেটে জরিপে এগিয়ে ট্রাম্প, কপাল পুড়ছে কমলার

একদিনেরও কম সময় বাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। স্বাভাবিকভাবে পুরো বিশ্বজুড়েই মার্কিন নির্বাচন নিয়ে আগ্রহ থাকে। আর মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের ভাগ্য গড়ে দেয় সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের ফল। অ্যাটলাস ইন্টেল পরিচালিত সবশেষ জরিপে জানা গেছে, সব সুইং স্টেটে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ৫ নভেম্বরের ভোটের আগে, এই জরিপ বলছে, মার্কিন নেতৃত্বের আসনে ফের বসতে যাচ্ছেন ট্রাম্প। কারণ সাতটি সুইং স্টেটে সর্বশেষ জরিপে কমলাকে পেছনে ফেলেছেন ট্রাম্প।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top