‘মুফতি’ কাভি দাবি করলেন, কারিনা কাপুর তার স্ত্রী ছিলেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২০
বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় থাকা ‘মুফতি’ কাভি এবার আরও চমকপ্রদ দাবি করেছেন। তিনি বলেছেন, বলিউডের ‘বেবো’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর তার স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছিল।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ‘মুফতি’ কাভি ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে নিজের সম্পর্ক ও যোগাযোগ নিয়ে একাধিক দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ১৯৯৬ সালে কারিনা কাপুরের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয় এবং ১৯৯৯ সাল পর্যন্ত তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, শরিয়তের নিয়ম অনুযায়ী মুসলমানরা হিন্দু নারীদের বিয়ে করতে পারেন এবং সেই অনুযায়ী তিনি কারিনার সঙ্গে নিকাহ করেছিলেন। কাভি দাবি করেন, এই কারণে কারিনা কাপুর ‘পাকিস্তানের ভাবি’ ছিলেন।
তিনি আরও জানান, কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিয়ের সময় ভারতের কিছু আলেম ওই বিয়েকে হারাম ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি নিজে সেই বিয়েকে হালাল ঘোষণা করেছিলেন। এছাড়া তিনি বলেন, এখনো যদি ঐশ্বরিয়া রাইয়ের পক্ষ থেকে নিকাহের প্রস্তাব আসে, তাহলে তিনি প্রস্তুত।
তবে কাভি কারিনাকে স্ত্রী দাবি করলেও তাদের মধ্যে কখন ও কেন তালাক হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি।
সূত্র: ডন নিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।