শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানোসহ একগুচ্ছ সুপারিশ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানোসহ একগুচ্ছ সুপারিশ

দেশের ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় ধাপে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠকে সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ করেছেন সাংবাদিকরা। সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এসব কথা জানান।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন, নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে চান তারা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তোফায়েল বলেন, ধাপে ধাপে নয়, ব্যয় কমাতে একদিনেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শেষ করতে চায় কমিশন। আমরা যে সংস্কার করতে চাই, তাতে নির্বাচনে ব্যয়ের সঙ্গে সময়ও কমে আসবে। অপেক্ষাকৃত অনেক কম জনবল লাগবে।

অটোরিক্সা চলাচল নীতিমালা প্রণয়নে ৭ দিনের আল্টিমেটাম

রাজধানীতে ব্যাটারি রিকশা, অটোরিকশা ভ্যান ও ইজিবাইক চলাচলের নীতিমালা প্রণয়নের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন চালক-মালিকরা। এসব যানবাহনের রুট পারমিট দেয়ার দাবিও জানান তারা। সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়।

৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা

জ্বালানি খাতের সরকারি ক্রয়ে গত তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় এ কথা জানান তিনি। ফাওজুল কবির বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে।

বিপুল ভোটে জয় পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের কেরলের ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সকালে ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচ লাখ ভোটের ব্যবধান পেরিয়ে গেছেন কংগ্রেস প্রার্থী। মাস ছয়েক আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা। এ আসনে কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নব্যা হরিদাস।

 

 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top