১৫ বছরে গুম ও বিচারবর্হিভূত হত্যাকান্ড সাড়ে তিন হাজারের বেশি
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩
১৫ বছরে গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড সাড়ে তিন হাজারের বেশি
বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশে অন্তত ৭২১টি গুম এবং প্রায় ৩ হাজার বিচার বর্হিভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে মনে করে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন অধিকার। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, ১৯৯৬ সালে কল্পনা চাকমা গুমের ঘটনার পর বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের ১৫ বছরে দেশে ৭২১টি গুমের মতো ভয়ানক অপরাধ সংগঠিত হয়েছে। এসময় জুলাই গণহত্যাসহ বিচার বর্হিভূত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ২ হাজার ৮২৬টি। আর আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, বিভিন্ন বাহিনীর হাতে বিগত ২০ বছরে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার দেশের ২ হাজার ৯৫৪ জন মানুষ।
স্মারকলিপিতে ভারতীয় হাইকমিশনারকে যা বললো বিএনপির ৩ সংগঠন
পুলিশের বাধায় রামপুরায় থেমে যায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা। বেলা সাড়ে ১১ টায় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপির তিন অঙ্গ-সংগঠন। কিন্তু রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এ পদযাত্রা। এরপর সেখান থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার জন্য রওয়ানা হয়। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সহযোগী সংগঠনসমূহের শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী না।
অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
৫ আগস্টের আগে-পরে ভারত বাংলাদেশ সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে
গত ৫ আগস্টের আগে-পরে ভারত বাংলাদেশ সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে। সম্পর্কে কিছু সমস্যা হয়েছে। সমস্যা কাটিয়ে ভারতের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আমরা আশাবাদী। রোববার (৮ ডিসেম্বর) সার্ক সাংবাদিক ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা কাটিয়ে ভারতের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আমরা আশাবাদী।
সিরিয়ায় ৫৩ বছরের স্বৈরশাসনের অবসান
সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তাসংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়েছেন। সিরিয়ায় এই অভিযানের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বলেছে, একটি অন্ধকার যুগের অবসান হলো এবং নতুন যুগের সূচনা ঘটেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।