আবারও ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল এনসিপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

ছবি: সংগৃহীত

আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে দলটি জানিয়েছে, তারা ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের আবেদন পুনর্ব্যক্ত করছে এবং এর সঙ্গে সাতটি নমুনা ইসিতে জমা দিয়েছে। একই সঙ্গে পত্রে উল্লেখ করা হয়েছে—উপস্থাপিত নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর বা পরিবর্তিত কোনো সংস্করণ নিয়েও আলোচনা করতে এনসিপি প্রস্তুত।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে ২২ জুন ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে এবং ‘শাপলা’ প্রতীককে পছন্দের তালিকায় রাখে। পরবর্তীতে ৩ আগস্ট ২০২৫ তারিখে কমিশনের কাছে পাঠানো আরেক চিঠিতে প্রতীকের ক্রমানুসারে তাদের পছন্দ প্রকাশ করে-
১. শাপলা
২. সাদা শাপলা
৩. লাল শাপলা

এনসিপির পক্ষ থেকে চিঠিতে বলা হয়, জাতীয় প্রতীকের সঙ্গে বিভ্রান্তি এড়াতে শাপলার ভিন্ন ভিন্ন নকশা বা আংশিক পরিবর্তিত সংস্করণ নিয়েও দলটি আলোচনা ও সমন্বয়ে আগ্রহী।

নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির পূর্ববর্তী বৈঠকগুলিতেও দলটি বিভিন্ন আকার ও নকশায় শাপলার নমুনা উপস্থাপন করে। সর্বশেষ চিঠিতেও সেই নমুনাগুলোর কয়েকটি সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

দলটির নেতাদের দাবি, ‘শাপলা’ প্রতীক বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ও ইতিবাচক অর্থ বহন করে, তাই এটিই তাদের রাজনৈতিক প্রতীক হিসেবে সর্বাধিক উপযুক্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top