শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভে অংশ নেন ছাত্র-জনতা।
এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছে। সকাল থেকেই শাহবাগে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়, যার কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে। দেশের বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শাহবাগে এসে জড়ো হন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হাদির মৃত্যুসংবাদ পাওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ডাকসুর ভিপি সাদিকে কায়েম শুক্রবরি বিকেল ৩টায় সমাবেশের ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ডেইলি স্টার ভবনের ছাদে কয়েকজন সাংবাদিক আটকা পড়েন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।