বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বেগম খালেদা জিয়াকে জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ২২:৪০

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

‎‎বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ফিরোজা ভবন থেকে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎তিনি জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‎বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

‎বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top