সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

খালেদা-তারেকের জন্য বুলেটপ্রুফ গাড়ি ও বাসের অনুমোদন

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি ও মিনি বাস কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে প্রথম বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমোদন দেওয়া হয়। গাড়ি ও বাস জাপান থেকে আনার বিষয়ে আলোচনা চলছে।

বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে অংশ নেবেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উল্লেখ করেন, রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয়। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্যই এ ধরনের অনুমতি দেওয়া হতো।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক বলেন, একটি বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় ২ লাখ ডলার। সরকারের অনুমোদন ছাড়া বেসরকারিভাবে কেউ গাড়ি আনতে পারে না।

এছাড়া বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করেছে, যা এখনো বিবেচনাধীন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রতিবেদনে উল্লেখ করেছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। এর মধ্যে বিএনপির পূর্ববর্তী নির্বাচনী প্রচারে হামলার ঘটনা তাদের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রও জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রতিপক্ষের সম্ভাব্য হুমকির কারণে বিএনপি নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top