শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

বর্তমান সরকারের শাসন পদ্ধতিতে শেখ হাসিনার আমলের ছাপ: রুমিন ফারহানা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫০

রুমিন ফারহানা । ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান শাসনব্যবস্থা ও শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সম্প্রতি জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা দেখেছি শেখ হাসিনার সময়ে সাধারণ সরকারি কর্মচারীকেও রাতারাতি শত কোটি টাকার মালিক হতে দেখা গেছে। দুর্নীতির অভিযোগ উঠলেও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো একই দৃশ্য দেখা যাচ্ছে।”

রুমিন ফারহানা অভিযোগ করেন, বর্তমান উপদেষ্টাদের পিএস-এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির যেসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলোর কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণের নজির নেই। তার ভাষায়, “শুধু এপিএসদের পক্ষে এত বড় দুর্নীতি সম্ভব নয়—উপদেষ্টাদের অন্তত সম্মতি না থাকলে এসব বাস্তবায়িত হতে পারে না।”

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পরেই উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। “কিন্তু এখন পর্যন্ত সেভাবে কোনো তথ্য জনসমক্ষে আসেনি,” দাবি রুমিনের।

ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অভিযোগ সত্য না হলেও তদন্ত তো হতে পারত। সেরকম কোনো উদ্যোগ দেখা যায়নি।”

বর্তমান সরকার পরিচালনা নিয়ে রুমিন বলেন, “অনেকে বলেন প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন। আবার সমালোচকদের ভাষায় তিনি পুরোপুরি নির্লিপ্ত। দেশের পরিস্থিতি ভালো বা খারাপ কিছুই যেন তাকে ছুঁতে পারে না।”

তিনি আরও উল্লেখ করেন, দেশে চলমান সংকটময় অবস্থায় প্রধান উপদেষ্টার ঘনঘন বিদেশ সফর ও বিদেশি গণমাধ্যমকে অগ্রাধিকার দেওয়া সাধারণ মানুষের কাছে স্বস্তিকর বলে মনে হচ্ছে না।

রুমিনের মন্তব্য, “দেশ চালানো কোনো খেলা নয়। আমাদের ১৬ কোটি মানুষের ভাগ্য এই সিদ্ধান্তগুলোর ওপর নির্ভর করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো দৃঢ় পদক্ষেপ।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top