বন্যপ্রাণী হত্যা মামলায় আর জামিনের সুযোগ থাকছে না: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:০৮
বন্যপ্রাণী হত্যা রোধে প্রণয়নাধীন নতুন আইনে জামিনের কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বন্যপ্রাণী হত্যা একটি ভয়াবহ অপরাধ, এবং এ অপরাধে শাস্তি এড়াতে না পারে—সেই লক্ষ্যেই কঠোর আইন আনা হচ্ছে।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা প্রায়ই ভুলবশত মেছো বিড়ালকে মেছোবাঘ মনে করে মেরে ফেলি। এমনকি অনেকেই ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এটি ভয়াবহ নিষ্ঠুরতা। আমাদের আচরণ ও মনোভাব না বদলালে শুধু আইন দিয়ে প্রাণীগুলোকে রক্ষা করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “ডলফিন আমাদের নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে। ডলফিনের সংখ্যা বাড়লে বুঝতে হবে আমরা নদী রক্ষা করছি, আর কমলে বুঝতে হবে আমরা বিপদ ডেকে আনছি।”
পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, “বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মানুষের মানসিক ও আচরণগত পরিবর্তনও জরুরি। নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে সমাজকেই সোচ্চার হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। উপস্থিত ছিলেন বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারীসহ বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন করা হয় এবং ডলফিন বিষয়ক একটি শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।