বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

কোনো আনুষ্ঠানিকতা নয় বিএনপির

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

মিঠু মুরাদ | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১০:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের মতো এবারও তার জন্মদিনে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা কোনো ধরনের জমকালো আয়োজন করা হচ্ছে না। মঙ্গলবার দলটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরসহ সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মসূচি না করার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিনকে ঘিরে কোনো আলোচনা সভা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পালন করা যাবে না।

ওয়ান-ইলেভেনের সময় জরুরি অবস্থার মধ্যে কারামুক্ত হয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে সপরিবারে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। সেখান থেকেই ভার্চুয়ালি বিএনপির গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিচ্ছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন।

তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকার শতাধিক মামলা করে। বিএনপির দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাঁচটি মামলায় দণ্ডিত হলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায়ই তিনি খালাস পান। এখন দলটির নেতাকর্মীদের মধ্যে তার দেশে ফেরার অপেক্ষা তৈরি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, গত ৩ নভেম্বর ঘোষিত বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তপশিল ঘোষণার পর তিনি দেশে ফিরতে পারেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top