বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

টাঙ্গাইলের তাসলিমা জেসমিন পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:২৬

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহ-সভানেত্রী ও ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাপিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদন পর্যালোচনার পর এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ ২৬ নভেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, পাপিয়া এখন থেকে দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

তাসলিমা জেসমিন পাপিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেনের স্ত্রী। ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। সেই নির্বাচনে পাপিয়া প্রজাপতি প্রতীকে ৪৭,১২২ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীকে ২৯,৮৩৩ ভোট পায়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় পাপিয়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির দলীয় প্রার্থী ওবায়দুল হক নাসিরকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন, উপজেলা বিএনপি ও মহিলা দলের কার্যক্রমকে গতিশীল করতে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন এবং ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে সাংগঠনিক কাজ চালাবেন।

উপজেলা বিএনপি এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top