তারেক রহমানের দেশে ফেরার দিন ‘অবিস্মরণীয়’ করতে চায় বিএনপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। দলটি এই দিনটি ‘অবিস্মরণীয়’ করতে চায় এবং রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগমের পরিকল্পনা করছে।
বিএনপির সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কেন্দ্রীয় সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
তারেক রহমান ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন, যা বড়দিন ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই দিন সারা বাংলাদেশ কেঁপে উঠবে এবং দেশের রাজনৈতিক চেহারা পাল্টানো সম্ভব হবে।
নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুনর্গঠন ও সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তারেক রহমান ও স্ত্রী জুবাইদা রহমানের নিরাপত্তা সিএসএফ নিশ্চিত করবে। এছাড়া সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে, ২০০৭ সালে গ্রেপ্তার হয়ে ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন তারেক রহমান। গত বছরের ৫ আগস্ট থেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার ফেরার বিষয়টি আলোচনায় ছিল।
বিএনপির নেতারা মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা দলের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন ঘটনা। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এটি নেতা-কর্মীদের উদ্দীপ্ত করবে এবং নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী ঢেউ তুলবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।